প্রধান বিচারপতি

বিচার বিভাগ আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জাতীয় প্রচেষ্টার পাশাপাশি বিচার বিভাগ আন্তর্জাতিক সহযোগিতার নতুন যুগে প্রবেশ করেছে। ব্রাজিল, মিশর, প্যালেস্টাইন, নেপাল এবং থাইল্যান্ডের সঙ্গে নতুন অংশীদারিত্ব এবং প্রশিক্ষণ-সমর্থনমূলক বিভিন্ন কর্মসূচিকে তিনি বিচার কূটনীতির নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বর্তমানে সুপরিকল্পিত রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। সারা বিশ্বে আইন পেশায় দ্রুত পরিবর্তন আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড, তথ্যভিত্তিক শাসনব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার ও পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের আইনজীবীদেরও প্রস্তুত হতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রচলিত আইনি অনুশীলন আর যথেষ্ট নয়; একটি আধুনিক, কার্যকর ও জনগণকেন্দ্রিক বিচারব্যবস্থা গড়তে ধারাবাহিক প্রশিক্ষণ, ডিজিটাল ব্যবস্থাপনার উপর দক্ষতা এবং নৈতিক সক্ষমতা অর্জন করা এখন অপরিহার্য।

প্রধান বিচারপতি তার বক্তব্যে বিগত ১৬ মাসে বিচার বিভাগ সংস্কারের উদ্দেশ্যে নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন, সারাদেশের জেলা ও দায়রা জজ আদালত ও বিভাগীয় আদালতে চালু হওয়া হেল্পলাইন সার্ভিস, পাইলট প্রকল্প হিসেবে চালু হওয়া হাইকোর্টের দুটি পেপার-ফ্রি বেঞ্চ, ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় কজলিস্ট ব্যবস্থাপনা, দ্রুত মামলা প্রসেসিং সিস্টেম চালুকরণ এবং পেপার-ফ্রি পারিবারিক আদালতের মতো উদ্যোগ বা সংস্কার বিচারপ্রাপ্তির সুযোগ বাড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, একটি সংস্কারমুখী বিচার বিভাগকে সমর্থন করার জন্য একটি রূপান্তরমুখী বার অপরিহার্য।

ডিজিটাল বিএলডি প্ল্যাটফর্মকে বিচার বিভাগের ডিজিটাল উন্নয়ন অভিযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এটি প্রশিক্ষণ তদারকি, দক্ষতার মানদণ্ড নির্ণয় এবং গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, একটি তথ্যসমৃদ্ধ বার কাউন্সিল আইন পেশার স্থিতিশীলতা ও স্বচ্ছতা বাড়াবে।


তিনি বলেন, আইনজীবীদের সিপিডি কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও অপরিহার্য। আইনজীবীরা নিয়মিতভাবে তাদের জ্ঞান হালনাগাদ করলে যুক্তি-উপস্থাপন উন্নত হয়, বিচারপ্রক্রিয়া আরো স্বচ্ছ হয়, আদালতের সময় বাঁচে এবং আদালতের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বিচার বিলম্ব কমে। একজন সুশিক্ষিত আইনজীবী কেবল তার ক্লায়েন্টের সম্পদই নন, বরং তিনি একটি কার্যকর বিচারব্যবস্থার অন্যতম স্তম্ভ বলে তিনি উল্লেখ করেন।

আইনজীবীদের বিশেষায়িত আদালতে কাজের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাণিজ্য আইন, পরিবেশ আইন, ডিজিটাল ও সাইবার আইন, পারিবারিক আইন, জলবায়ু মামলা সংক্রান্ত এবং আন্তর্জাতিক অর্থনৈতিক আইনের মতো সমসাময়িক ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ কামাল হোসেন সিকদার। বক্তব্য দেন ব্যারিস্টার তাসনুভা শেলী এবং ব্যারিস্টার এহসান হক।

অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্বৈরাচার সরকারের মন্ত্রী হতে বলেছিল, কিন্তু আপস করিনি: আমীর খসরু Jan 10, 2026
img
প্রাণে বাঁচলেন বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টাইন ফুটবলার Jan 10, 2026
img
বেলা তারকে শ্রদ্ধা জানাতে ১৩ জানুয়ারি নিকেতনে প্রদর্শিত হবে বিশেষ সিনেমা Jan 10, 2026
img
এমনি এমনি তো কারও ফোন নেয় না: মিঠু Jan 10, 2026
img
চট্টগ্রামে গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ ১ Jan 10, 2026
img
রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে : মির্জা আব্বাস Jan 10, 2026
img
প্রথম সাক্ষাতে সাদিক কায়েম থেকে উপহার পেলেন হান্নান মাসউদ Jan 10, 2026
img
সুশাসনের ঘাটতিতে লুটপাটের শিকার ইসলামী ব্যাংকিং: গভর্নর Jan 10, 2026
img
আমরা এখনো পর্যন্ত আশাবাদী, যথাসময়ে নির্বাচন হবে: শিবির সভাপতি Jan 10, 2026
img
প্রথম দিনে শুনানি, ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন Jan 10, 2026
img
বাংলাদেশ ইস্যু সমাধান করতে বিসিসিআই কর্তাদের সঙ্গে সাক্ষাতে বসছেন আইসিসি প্রধান Jan 10, 2026
img
তামিমকে দালাল বলা সেই পরিচালককে কারণ দর্শানোর নোটিশ Jan 10, 2026
img
মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা Jan 10, 2026
img
নেতাকর্মীরা প্রতারণা না করলে আমিও জয়লাভ করবো : আব্বাস Jan 10, 2026
img
কেন্দ্র দখল করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব: হাসনাত আব্দুল্লাহ Jan 10, 2026
img
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় বেলজিয়ামের লিগে খেলার সিদ্ধান্ত ডুসেনের Jan 10, 2026
img
পরীক্ষার ফল প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বার্তা Jan 10, 2026
img
রোববার ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা, থাকছেন ফোকাল পয়েন্ট কর্মকর্তারা Jan 10, 2026
img
আসুন দেশের মানুষের জন্য কাজ করি : সাংবাদিকদের তারেক রহমান Jan 10, 2026
img
নির্বাচনে বিএনপির আইনি সহায়তায় সাব-কমিটি গঠন Jan 10, 2026