বলিউড সুপারস্টার সালমান খান আবারও নিজের কিংবদন্তি ঈদ রিলিজের জায়গা ফিরে পেতে চলেছেন। তার আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ আগামী বছরের ১৯ মার্চ, রমজান ঈদে মুক্তির লক্ষ্যে রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লখিয়া। ২০২০ সালের গালওয়ান ভ্যালি সংঘর্ষের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রে সালমানকে দর্শকরা একেবারে নতুন, তীব্র ও আবেগঘন চরিত্রে দেখবেন। সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরেই প্রোডাকশন সম্পন্ন হবে এবং শিগগিরই সুপারস্টার নিজেই তার ৬০তম জন্মদিনে মুক্তির তারিখ ঘোষণা করতে পারেন।
তবে ঈদ ২০২৬ ইতিমধ্যেই অন্য কিছু ছবির জন্য বরাদ্দ রয়েছে। এর মধ্যে রয়েছে টক্সিক (যশের প্রধান চরিত্রে) এবং ধামাল ৪, যা সম্ভাব্য বৃহৎ বক্স অফিস লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। যদি সালমানের এই মুক্তি নিশ্চিত হয়, তবে এটি হবে তার ১৭তম ঈদ রিলিজ, যা ১৯৯৭ সালে ‘জুডওয়া’ দিয়ে শুরু হওয়া ব্লকবাস্টার ঐতিহ্যকে অব্যাহত রাখবে।
বলিউড বিশেষজ্ঞরা বলছেন, সালমানের এই ধরনের রিলিজ দর্শকপ্রিয়তা ও বক্স অফিস সাফল্যের জন্য নতুন মাইলফলক স্থাপন করতে পারে। বিশেষ করে গালওয়ান সংঘর্ষের মতো ইতিহাসভিত্তিক গল্পে তার শক্তিশালী অভিনয়, ভক্ত এবং সাধারণ দর্শকের মধ্যে আগ্রহ তীব্র করবে।
এমকে/এসএন