অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় ছোটপর্দার ধারাবাহিকের দর্শকদের কাছে বহু বছর পরিচিত মুখ। ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ধারাবাহিকে নেতিবাচক ও ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু গত আড়াই বছর ধরে তাকে আর ধারাবাহিকে দেখা যাচ্ছে না। নেপথ্যে রয়েছে তার এক নতুন ধরনের কর্মপরিকল্পনা। দেবযানী নিজেই জানিয়েছেন, ধারাবাহিকে অভিনয় করা তার জন্য একঘেয়ে হয়ে গেছে। গল্পের সঙ্গে নিজেকে মেলাতে পারছিলেন না, তাই তিনি ছোটপর্দায় অভিনয় থেকে বিরতি নিয়েছেন।
বর্তমানে দেবযানী মুম্বইতে অবস্থান করছেন এবং নতুন ধাঁচের কাজের দিকে মনোযোগ দিচ্ছেন। বিশেষ করে ওয়েব সিরিজে অভিনয়ের প্রতি তার আগ্রহ বেশি। মুম্বইয়ে তিনি একের পর এক অডিশনে যাচ্ছেন, যা তার নতুন পথচলার অংশ। পাশাপাশি কলকাতায় তাঁর নিজস্ব বুটিক রয়েছে, তাই মাঝেমাঝে ব্যবসায়িক কাজের জন্য শহরে ফিরতে হচ্ছে।
এভাবে দেবযানী ছোটপর্দার ধারাবাহিক থেকে দূরে থাকলেও নতুন মাধ্যম এবং অভিনয়ের নতুন সুযোগে নিজেকে সক্রিয় রাখছেন।
এমকে/এসএন