মার্কিন-সমর্থিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়াকে ইউক্রেনীয় ভূখণ্ড ছেড়ে দেওয়াই এখন 'প্রধান সমস্যা'। সপ্তাহান্তে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
সুইডিশ সম্মেলনে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ভ্লাদিমির পুতিন 'যা চুরি করেছেন তার আইনি স্বীকৃতি চান'। তিনি পরবর্তীতে জোর দিয়ে বলেন, 'জোরপূর্বক সীমানা পরিবর্তন করা সম্ভব নয়।'
ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, 'চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করবেন না, তবে ভালো কিছু হয়তো ঘটতে যাচ্ছে।' গত সপ্তাহে ইউরোপীয় নেতারা ২৮-দফার এই শান্তি পরিকল্পনার সমালোচনা করে বলেছিলেন, এটি রাশিয়ার প্রতি অতিরিক্ত পক্ষপাতমূলক। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জেনেভায় পরিকল্পনাটিতে কিছু 'সংশোধন ও স্পষ্টীকরণ' করা হয়েছে। তবে রাশিয়া জানিয়েছে, তারা এখনও কোনো হালনাগাদ (আপডেট) দেখেনি।
যুদ্ধক্ষেত্রের ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসি তাদের সঙ্গে কথা বলে জেনেছে, কেউ কেউ একে 'লজ্জাজনক' বলছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, 'যদি এতে যুদ্ধ থামে' তবে কি তা মেনে নেওয়া উচিত নয়?
সূত্র: বিবিসি
আইকে/টিএ