বলিউডের কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’র নতুন কিস্তি ‘মাস্তি ৪’ মুক্তির পর বক্স অফিসে তেমন সাফল্য নিয়ে আসতে পারেনি। উইকএন্ডে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও, সিনেমাটির আয় হতাশ করেছে প্রযোজকদের। ভিভেক ওবেরয়, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি অভিনীত এই কমেডি ছবিটি প্রত্যাশিত গতি অর্জন করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার মুক্তির দিনে ছবিটি মাত্র ২.২৫ কোটি টাকার আয় দিয়ে সূচনা করেছিল। এরপর প্রত্যাশা ছিল, অন্তত শনিবারে আয় বেড়ে ৩ কোটি টাকা এবং রবিবারে ৪ কোটি টাকা ছাড়াবে, যা ছবিটিকে বক্স অফিসে এক সপ্তাহের বেশি টিকে থাকার সুযোগ দিত। কিন্তু শনিবারেও ছবিটির আয়ে খুব সামান্যই বৃদ্ধি দেখা যায়।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শনিবারে ‘মাস্তি ৪’ মাত্র ২.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এই হতাশাজনক ধারা ইঙ্গিত দেয় যে, রবিবার ছবিটি সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা আয় করতে পারে।
এর ফলস্বরূপ, সিনেমাটির উদ্বোধনী উইকএন্ডের মোট আয় ৭ কোটি টাকার নিচেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, যদিও তার উইকএন্ড কালেকশন ছিল ৮.২০ কোটি টাকা।
সেক্ষেত্রে ‘মাস্তি ৪’-এর কায়ে দেখা যাচ্ছে, এটি আগের কিস্তির চেয়েও পিছিয়ে থাকবে। এখন পর্যন্ত রিতেশ দেশমুখ, ভিভেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি অভিনীত এই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ৪.৬০ কোটি টাকা।
এমকে/এসএন