কালো পলিথিনে মোড়ানো আবর্জনার স্তূপ। দেখলেই মনে হবে কেউ হয়তো ঘরের জঞ্জাল রাস্তার ধারে ফেলে গেছে। কিন্তু এই আপাত 'আবর্জনা'র দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
লন্ডনের এক নিলামে ঠিক এমনই দেখতে একটি শিল্পকর্ম বিক্রি হয়েছে আকাশছোঁয়া দামে। অবিশ্বাস্য হলেও সত্য, সাধারণ ময়লার ব্যাগের মতো দেখতে ওই শিল্পকর্মটি কিনে নেওয়া হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা দিয়ে।
সম্প্রতি লন্ডনের বিখ্যাত নিলাম সংস্থা 'সদবি'স'-এ এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' এর একটি প্রতিবেদনে আজ সোমবার এই খবরটি সামনে এসেছে।
নিলামে ওঠা এই শিল্পকর্মটির নাম 'পাইল'। দূর থেকে কিংবা খুব কাছ থেকে দেখলেও এটিকে সাধারণ কালো পলিথিনের ব্যাগ মনে হওয়া স্বাভাবিক।
কিন্তু এর আসল রহস্য জানলে অবাক হতে হয়। এটি আদতে কোনো প্লাস্টিক বা পলিথিন নয়, বরং প্রখ্যাত ব্রিটিশ শিল্পী গ্যাভিন টার্ক এটি তৈরি করেছেন ভারী ব্রোঞ্জ ধাতু দিয়ে। ব্রোঞ্জ ঢালাই করে তার ওপর এমন নিখুঁতভাবে কালো রং করা হয়েছে যে, এটি মানুষের চোখে সহজেই ধোঁকা দিতে পারে।
নিলামের আগে দ্য সান এর এক প্রতিবেদনে বলা হয়েছিল যে শিল্পকর্মটি নূন্যতম ৫১ হাজার পাউন্ডে বিক্রি করবেন শিল্পী। পরে ধারণা করা হয়েছিল শিল্পকর্মটি হয়তো ৫০ থেকে ৭০ হাজার পাউন্ডের মধ্যে বিক্রি হবে। কিন্তু নিলাম শুরু হওয়ার পর এর দাম সেই অনুমানকেও ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত এটি ৮২,৫৫০ পাউন্ডে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার সমান।
শিল্পী গ্যাভিন টার্ক মূলত সমাজের ভোগবাদ এবং মানুষের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করতেই এমন সব শিল্পকর্ম তৈরি করেন। অতীতেও তার এমন অদ্ভুত সব ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল।
এমনকি গ্যালারির পরিচ্ছন্নতাকর্মীরা সত্যিকারের ময়লা ভেবে তার কোটি টাকার শিল্পকর্ম ফেলে দেওয়ার উপক্রম করেছিলেন এমন ঘটনাও ঘটেছে। তবে এবারের নিলাম আবারও প্রমাণ করল, সাধারণের চোখে যা আবর্জনা, শিল্পবোদ্ধাদের কাছে তাই অমূল্য সম্পদ।
আইকে/টিএ