জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুইদিনব্যাপী সাক্ষাৎকার নেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ফেরার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। শেখ হাসিনার ফাঁসির পর আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, তা বিবেচনা করা হবে।’
জাতীয় পার্টিকে গণতন্ত্রের পথে বাধা উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রের মধ্যে হাঁটছে দেশ। নির্বাচনের পূর্বে সকল প্রক্রিয়ায় তা বোঝা যাচ্ছে। কিন্তু জাতীয় পার্টি গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’
হাসনাত বলেন, ‘ভারত ও আওয়ামী লীগ জাতীয় পার্টির মাধ্যমে আগামী নির্বাচন বানচাল করতে চাইবে। জাতীয় পার্টি ভারত ও আওয়ামী লীগের অংশ। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি। না হলে যদি নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটে, এর দায় নির্বাচন কমিশন ও সরকারের।’
এনসিপির এই নেতা বলেন, ‘দলের মধ্যে গণতন্ত্র প্রয়োজন, দলীয় গণতন্ত্রের চর্চা প্রয়োজন। পরিবারতন্ত্র ও দলীয়তন্ত্র থেকে বের হয়ে কাজ করতে হবে। এনসিপি এর উদাহরণ হবে, স্বচ্ছ প্রক্রিয়ায় মনোনয়ন দেওয়ার মাধ্যমে।’
এসএন