চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার (২৪শে নভেম্বর)) সন্ধ্যায় এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের দুইদিনব্যাপী সাক্ষাৎকার নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
প্রশাসনকে উদ্দেশ্য করে এনসিপির এই নেতা বলেন, একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা চলছে। তার মতে, যেভাবে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার (জেনোসাইড) বিচার দাবি করছেন, একইভাবে একাত্তরের গণহত্যার সাথে জড়িতদেরও বিচার হওয়া উচিত।
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দেশকে জামায়াতে ইসলামী বা বিএনপির মতো করে না তোলার আহ্বান জানান। তিনি চান, দেশের সকল নাগরিক যেন তাদের ন্যায্য অধিকার পান।
তিনি মনে করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একদিকে হেলে পড়েছে। তিনি ঘোষণা করেন, এনসিপি ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি এবং সন্ত্রাস থেকে বেরিয়ে গণতন্ত্রের নতুন পথে এগিয়ে যাচ্ছে।
মনোনয়ন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, অন্যান্য দলের মতো তাদের প্রক্রিয়া জটিল ছিল না। সবাই সহজে ফরম কিনতে পেরেছে এবং এর জন্য গুলশান বা মগবাজারে হাজির হতে হয়নি। তিনি আওয়ামী লীগকে অনুরোধ করেন, '২৪-এর নির্বাচনে যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, তাদের যেন মনোনয়ন না দেওয়া হয়।
এই সংবাদ সম্মেলনেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভূমিকম্প বিষয়ে সরকারের সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
পিএ/টিএ