‘ওয়াক্ত: দ্য রেস এগেইনস্ট টাইম’ সিনেমায় অভিনয় করার দীর্ঘ ২০ বছর পর অনুশোচনা করেছেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়ে অভিনেত্রী জানান, স্বামী নিষেধ করার পরও সিনেমায় অভিনয় করেছিলেন, যার খেসারত আজও দিচ্ছেন তিনি।
ক্যারিয়ারের শুরুতে ২০০৫ সালে ‘ওয়াক্ত: দ্য রেস এগেইনস্ট টাইম’ সিনেমায় অভিনয় করেছিলেন শেফালি। এ সিনেমায় অমিতাভ বচ্চনের স্ত্রী ও অক্ষয় কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, এ সিনেমায় অল্প বয়সেই মায়ের চরিত্রে অভিনয় করার কারণে পরে সিনেমায় আর ভালো চরিত্র পাননি শেফালি।
ক্যারিয়ারের ক্ষতি হবে ভেবে সিনেমাটি করতে তার স্বামী পরিচালক এবং প্রযোজক অমৃতলাল শাহ নিষেধ করেছিলেন। কিন্তু অভিনয়কে গুরুত্ব দেয়ায় সিনেমাতে অভিনয় করার জন্য উৎসাহী ছিলেন অভিনেত্রী। শেফালি বলেন, আমার জীবনে আসা প্রতিটি চরিত্রের দিকে যখনই তাকাই তখন বুঝি কতো ভুল করেছি। যদিও সেই সমস্ত সিনেমার অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। তবে তালিকায় এমন এক বা দুটি সিনেমা আছে যেগুলোতে আমার অভিনয় করা উচিতই হয়নি।
শেফালি আরও বলেন, ওই সময় অমিতাভজির (অমিতাভ বচ্চন) পরামর্শ ও অনুরোধে অভিনয়টাকে গুরুত্ব দিয়েছি। অভিনয়ে আমার গুণ জাহির করতে চেয়েছি। কিন্তু এতে আমি নিজের কবর নিজে খুঁড়েছি। ক্যারিয়ারে বড় ধাক্কা এসেছে। ভালো কাজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
বর্তমানে ‘দিল্লি ক্রাইম’ ওয়েব সিরিজের তৃতীয় পর্বে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন শেফালি শাহ। এই সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রীকে।
টিজে/টিয়ে