সাফল্যের চকচকে আলো মানুষকে যতটা আকৃষ্ট করে, ঠিক ততটাই তাকে ভ্রমেও ফেলতে পারে-এমনটাই ভাবছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, সাফল্য মানুষের চোখের সামনে এক ধরনের পর্দা টেনে দেয়। তাতে নিজের ভুলগুলো বোঝা কঠিন হয়ে যায়, অনেক সময় মানুষ বাস্তবতা থেকে দূরে সরে যেতে থাকে। তাই তিনি সাফল্যকে বলেন খারাপ শিক্ষক। কারণ এটি প্রশংসা আর আরামের ভেতর মানুষকে ঢেকে রাখে, কিন্তু শেখায় না।
অন্যদিকে ব্যর্থতাকে তিনি দেখেন জীবনের শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসেবে। ব্যর্থতা মানুষকে থামিয়ে ভাবতে শেখায়-কোথায় ভুল হলো, কেন হলো এবং পরের বার কীভাবে ঠিক করা যায়। ব্যর্থতার রূঢ় অভিজ্ঞতাই মানুষকে শেষ পর্যন্ত শক্ত করে, পরামর্শ দেয়, নতুন পথ খুঁজতে শেখায় এবং পরিণত করে তোলে।
আয়ুষ্মানের এই দৃষ্টিভঙ্গিতে ফুটে ওঠে একেবারে বাস্তব জীবনবোধ, যেখানে দাঁড়িয়ে তিনি মনে করিয়ে দেন-ব্যর্থতা লজ্জার নয়, বরং এগিয়ে যাওয়ার অন্যতম বড় শক্তি।
টিজে/টিয়ে