ক্লান্তিকে সাফল্যের মানদণ্ড মনে করা ভুল: প্রিয়াঙ্কা
মোজো ডেস্ক 04:30AM, Nov 25, 2025
অভিনয়জগতের আলো ঝলমলে জীবনের আড়ালে থাকা কঠিন পরিশ্রম নিয়ে বহুবার কথা বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার তিনি তুলে ধরেছেন ভিন্ন এক দৃষ্টিভঙ্গি। তার মতে, সারাদিন সর্বশক্তি দিয়ে কাজ করে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা সাফল্যের একমাত্র মানদণ্ড নয়। সমাজে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, যারা নিজেদের নিঃশেষ করে কাজ করেন, তারাই নাকি সফল হন। প্রিয়াঙ্কা মনে করেন, এ ধারণা পুরোপুরি ভুল।
তিনি বলেন, কাজ করতে হবে বুদ্ধি দিয়ে, নিজের সীমাবদ্ধতা জেনে এবং মানসিক-শারীরিক সুস্থতা বজায় রেখে। ক্লান্তিকে মহিমান্বিত করে দেখানো কিংবা নিজেকে নিঃশেষ করে দেওয়াকে সাফল্যের পথে আবশ্যিক ধাপ হিসেবে ভাবা বাস্তবতা নয়। বরং ভারসাম্য, পরিকল্পনা এবং নিজের সক্ষমতাকে মূল্য দেওয়াই টেকসই অর্জনের আসল পথ।
প্রিয়াঙ্কার মতে, যারা নিজেকে চাপের কাছে হারিয়ে ফেলেন না, বরং সচেতনভাবে পরিশ্রম করেন, তারাই দীর্ঘ পথ পাড়ি দেন। তার এই মন্তব্য বর্তমান কর্মজীবনের প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করে নতুন আলোচনা তৈরি করেছে।