প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করা জামায়াতের সেই প্রার্থীকে শোকজ

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

সোমবার (২৪শে নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নোটিশে স্বাক্ষর করেন এবং শাহজাহান চৌধুরীকে আগামী সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গত শনিবার (২২শে নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত 'নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন'-এ দেওয়া বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেছিলেন, "নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে।"

জামায়াত কর্তৃপক্ষ বলছে, এই মন্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের মতে, এই বক্তব্য রাষ্ট্রের প্রশাসনের পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং মূল স্পিরিট বা চেতনাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। সংগঠনের অবস্থান হলো, প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে তাদের কাজ করবে এবং এখানে দলের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই।

নোটিশে আরও জানানো হয়, এমন বক্তব্যের জেরে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে কড়া সমালোচনা ও উদ্বেগ এসেছে। এমনকি দেশের কূটনৈতিক মহলও সরাসরি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ফলস্বরূপ, দেশ-বিদেশে জামায়াতের জনশক্তি এবং সাধারণ জনগণের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, শাহজাহান চৌধুরীর এই মন্তব্যের ফলে দলের ভাবমূর্তি গুরুতরভাবে ক্ষুন্ন হয়েছে এবং এটি দলীয় গঠনতন্ত্র, নীতি, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সম্পূর্ণ পরিপন্থী।

নোটিশে আরও জানানো হয়েছে যে শাহজাহান চৌধুরী এর আগেও একাধিকবার এমন সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুদ্ধকারী ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য দিয়েছেন। এর জন্য তাকে কয়েকবার সতর্কও করা হয়েছে, এমনকি জামায়াতের আমিরও তাকে ডেকে সতর্ক করেছেন। কিন্তু তারপরেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

জামায়াত আমিরের নির্দেশ অনুযায়ী এই শোকজ নোটিশে জানতে চাওয়া হয়েছে, কেন শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায়, তবে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এসএস/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
কার্টুনিস্ট উদয়কে ধন্যবাদ জানালেন তারেক রহমান Jan 14, 2026
img
আয়ুষ্মান ও শর্বরীর সঙ্গে সৌম্যার নতুন যাত্রা Jan 14, 2026
মালয়েশিয়ায় অবকাশ, আনন্দের মুহূর্ত Jan 14, 2026
img
নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত সরকার Jan 14, 2026
img
ইয়ামি গৌতম সত্যিই খাঁটি শিল্পী: আলিয়া ভাট Jan 14, 2026
img
নতুন রুপে ধরা দিলেন লাস্যময়ী জাহ্নবী কাপুর Jan 14, 2026
img
টাঙ্গাইল ২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে কাদের সিদ্দিকীর সমর্থন Jan 14, 2026
img
এই মৌসুমে না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী: পাকিস্তানি পেসার Jan 14, 2026
img
এই শাসনব্যবস্থার সঙ্গে সমঝোতা সম্ভব নয় : জাফর পানাহি Jan 14, 2026
img
বোনের বিয়েতে বারবার মেজাজ হারালেন কৃতি, ছোট বোন নূপুরকে প্রকাশ্যে কেন ধমক! Jan 14, 2026
img
বিশ্বকাপের ভেন্যু সম্পর্কে চলমান অনিশ্চয়তা নিয়ে তানজিদ তামিমের মন্তব্য Jan 14, 2026
img
মুন্না ভাই এমবিবিএসে অভিনয়ের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন টাবু Jan 14, 2026
img
ভোটের মুখে রাজ-শুভশ্রীর সিনেমা ‘রাজ্যের উন্নয়নের পাঁচালি’ Jan 14, 2026
img
আবহয় ও রাশার ক্যামিস্ট্রিতে গ্রীষ্মে আসছে 'লাইকি লাইকা' Jan 14, 2026
img
বিজয়ের ‘জন নয়াগণ’ মুক্তির পথে, কোর্টে শুনানি ১৫ জানুয়ারি Jan 14, 2026
img
ভেনেজুয়েলায় ট্রাম্পকে সাহায্যের বার্তা কানাডার ধনকুবের Jan 14, 2026
img
সালমান খানের উপস্থিতিতে ঝলমলিয়ে নূপুর-স্টেবিনের গ্র্যান্ড রিসেপশন Jan 14, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা পাবে বৈষম্যহীন বাংলাদেশ : আলী রীয়াজ Jan 14, 2026
img
যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পরে কোন শান্তি খুঁজে পেলেন জনপ্রিয় গায়ক বাদশা? Jan 14, 2026
img
বিগ ব্যাশে দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ Jan 14, 2026