আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ ও ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতসহ ৮ দল বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৬ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা ময়দানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ৮ দলের কেন্দ্রীয় ও শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের ১৩ সদস্যের একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। লিয়াজো কমিটির মাধ্যমে সিলেটে ভবিষ্যতে ৮ দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অতিথি ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবিতে ৮ দল যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। ৩০ নভেম্বর থেকে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ শুরু হবে। শেষ মহাসমাবেশ সিলেটে অনুষ্ঠিত হবে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে আন্দোলন চলছে। ইতোমধ্যে সরকারের আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া গেছে। তবে গণভোটের আগে চূড়ান্ত আইনি ভিত্তি নিশ্চিতকরণ, জাতীয় পার্টি ও অন্যান্য দলের নিষিদ্ধকরণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিসহ অন্যান্য দাবিগুলো এখনো পূরণ হয়নি। ৮ দলের যুগপৎ কর্মসূচি অব্যাহত থাকবে।
সভায় অন্যান্যের মধ্যে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিজে/টিএ