পাঁচ ঘণ্টা পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ১৯টি ইউনিট মিলে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্সের লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা ৫টা ২২ মিনিটে আগুনের খবর পাই। প্রথমে ৩টি ইউনিট যায়, পরে একে একে মোট ১৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
তিনি বলেন, বস্তির রাস্তা খুব সরু আর ভিড় থাকায় আমাদের ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
তিনি আরও বলেন, কড়াইলের আগুনে প্রায় ১৫০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের উৎস কী তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাটি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল।
এমআর/টিএ