একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে এই আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করবে জামায়াত।’
জনমানুষের দুর্ভোগ তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি ধন্যবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আগামীর সমাজ গঠনের সংগ্রাম ও লড়াইয়ে গণমাধ্যম যেন আমাদের গবির্ত অংশীদার হয়, সেই প্রত্যাশা জানাই।’
এদিন, সন্ধ্যা সোয়া ৫টার পর কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত ঘটে। কিছু সময়ের মধ্যে সেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এমআর