প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, সেনাবাহিনী প্লাটুন আকারে মোতায়েন হয়ে থাকে; তাই প্রতিটি ভোটকেন্দ্রে নির্ধারিত সংখ্যায় সেনা সদস্য মোতায়েন করা সম্ভব নয়। তবে, নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর ঝুঁকি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা চূড়ান্ত করবে বলে জানান তিনি।
আজ (বুধবার, ২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা জানান।
সিইসি নাসির উদ্দীন বলেন, ‘ভোটকেন্দ্রগুলোকে সবুজ, হলুদ ও লাল—এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কী ধরনের বাহিনী মোতায়েন হবে, তা চলতি মাসের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে কারও পক্ষে নির্বাচন প্রতিহত করার ঘোষণা সফল করা সম্ভব নয়।’
ইএ/এসএন