সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নেব না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ঘোষণা দেন এ আইনজীবী।
ভোটারদের উদ্দেশে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলেন, যদি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার কৃপায় আগামী নির্বাচনে জয়যুক্ত হতে পারি, ব্যক্তিগত পর্যায়ে আমি আমার কমিটমেন্টের কথা আজকে শোনাতে চাই। আমি কখনো কোনোভাবে সরকারি কোনো বেনিফিট নেব না। যদি আমি নির্বাচিত হতে পারি সরকার কর্তৃক প্রদত্ত ভাতা কিংবা অ্যালাউন্স কিংবা সুযোগ সুবিধা যা-ই সরকার আমাকে দিবে সবটুকু জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব। আমি তার এক পয়সাও নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, আত্মীয়-স্বজনের কল্যাণে ব্যয় করব না। এটি আমার অনারিয়াম (সম্মানি) হোক বা অন্য কোনো সুবিধা হোক।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই সেক্রেটারি আরও বলেন, আমি কখনো কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। অথাৎ সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন। আপনাদের দোয়ার, আল্লাহ তায়ালার বরকতে যদি নির্বাচিত হই ট্যাক্স ফ্রি গাড়ির সুযোগ সুবিধা নেব না। নিজের স্বার্থে প্রশাসন ব্যবহার করব না। সরকারি কাজ ছাড়া কোনো প্রটোকল ব্যবহার করব না।
ঢাকায় হোক আর সুনামগঞ্জে হোক আমার দরজা সব সময় খোলা থাকবে। পরিবার বা আত্মীয় স্বজনকে অবৈধ প্রভাব বিস্তার থেকে বিরত রাখবো। এ প্রতিশ্রুতি থেকে সরে গেলে জবাবদিহি করতে বাধ্য থাকব। সরকারি ফান্ড নিয়ে জনগণের কাছে হিসাব দিতে সব সময় বাধ্য থাকব।
এসএস/টিএ