ঋত্বিক চক্রবর্তীর কণ্ঠে যেন শোনা গেল এক স্বপ্নবাজ শিল্পীর নিঃশব্দ বিশ্বাস। তিনি স্পষ্ট করে জানালেন, বলিউডে অভিনয় করার ইচ্ছা তার বহুদিনের। কারণ সেখানে কাজ করলে পারিশ্রমিক যেমন বেশি, তেমনি জাতীয় স্তরে খ্যাতিও পাওয়া যায়- এটাই বাস্তবতা। তবে সেই ইচ্ছাকে তিনি কখনোই জোর করে পূরণ করতে চান না। তার বিশ্বাস, সময়ই সব ঠিক করে দেবে, আর সঠিক মুহূর্ত এলেই পথ নিজে থেকেই খুলে যাবে।
অনেকদিন ধরেই আলোচনা চলছে, ঋত্বিক কি কখনো বলিউডে নিয়মিত হবেন? দেশ- বিদেশের সিনেমাপ্রেমীরা তার অভিনয়ের প্রশংসা করেছে বহুবার। তার চরিত্র বাছাই, অভিনয়ের সূক্ষ্মতা এবং পর্দায় উপস্থিতির তীক্ষ্ণতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তাই বলিউডে যাওয়ার ইচ্ছা যেন একেবারেই স্বাভাবিক।
কিন্তু তাড়াহুড়ো করতে নারাজ অভিনেতা। তিনি জানিয়ে দিলেন, নিজের কাজের প্রতি নিষ্ঠা আর সময়ের প্রতি ভরসাই তাকে এগিয়ে নিয়ে যাবে। সুযোগ এলে নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন, কিন্তু ইচ্ছে পূরণের পথে কখনোই জোরজবরদস্তি নয়- এটাই তার নিয়ম।
ঋত্বিকের এই মন্তব্যে ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, হয়তো শিগগিরই তার দেখা মিলতে পারে আরও বড় পর্দায়, আরও বিস্তৃত দর্শকের সামনে। আবার কেউ কেউ মনে করছেন, এই ধৈর্যই তাকে আরও শক্তিশালী করে তুলবে তার ভবিষ্যৎ যাত্রায়। সময়ই বলে দেবে, অভিনেতার স্বপ্ন কোন পথে এগোবে।
কেএন/টিএ