চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিনহাজ ইসলাম রিফাত নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। মিনহাজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচয়ে এতদিন ক্লাস করে আসছিল বলে জানা গেছে।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাকে শনাক্ত করে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা প্রহরীর সদস্যরা তাকে আটক করেন।
আটককৃত ওই শিক্ষার্থীর পরিচয়পত্র থেকে জানা গেছে, তিনি চট্টগ্রামের আর এইচ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। পাশাপাশি সে চবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পরিচিয় দিতেন। এ ছাড়া, তার বিরুদ্ধে অর্থনীতি বিভাগের সিনিয়র নারী শিক্ষার্থীদের নানা কুরুচিপুর্ণ বার্তা পাঠানোরও অভিযোগ আছে।
আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, আমরা একজন ভুয়া শিক্ষার্থীকে আটক করেছি। জানতে পেরেছি, সে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। আমরা আশঙ্কা করছি, সে কোনো খারাপ উদ্দেশে এসব কাজ করছে। আমরা তাকে নিরাপত্তা দপ্তরের কাছে প্রেরণ করেছি। বাকি সিদ্ধান্ত ওখান থেকে নেওয়া হবে।
আইকে/এসএন