বড় পর্দায় টাইগার শ্রফ ও মীনাক্ষী চৌধুরীর প্রথম জুটি
মোজো ডেস্ক 11:06AM, Nov 27, 2025
বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ এবার হাজির হচ্ছেন এক নতুন ধারার সিনেমায়, যেখানে থাকছে তার নিত্যসঙ্গী অ্যাকশন ছাড়াও সুরেলা গান ও নৃত্য। এই ছবিতে তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন মীনাক্ষী চৌধুরী, যিনি দ্রুত উঠতি অভিনেত্রী হিসেবে হিন্দি সিনেমার আকাশে পরিচিতি তৈরি করছেন।
ছবিটি প্রযোজনা করছেন দক্ষিণী চলচ্চিত্রের বিখ্যাত প্রযোজক দিল রাজু, যিনি ইতিমধ্যেই বহু ব্লকবাস্টার হিটের সঙ্গে যুক্ত। সিনেমাটি আঙ্গিক ও চিত্রনাট্য উভয় দিক থেকেই একটি উচ্চ-শক্তির, একরকম মিউজিকাল অ্যাকশন বিনোদন হিসেবে তৈরি করা হচ্ছে। টাইগারকে দেখা যাবে তার পরিচিত শারীরিক দৃঢ়তা ধরে রেখে নতুন রূপে, যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে সঙ্গীত ও রোমাঞ্চকর অ্যাকশন।
মীনাক্ষীর কেরিয়ারেও এটি অন্যতম বড় সুযোগ, কারণ তাঁর সঙ্গে টাইগারের জুটি বিন্যাস ইতিমধ্যেই দর্শক ও মিডিয়ার নজর কাড়ছে। ছবিতে থাকছে উচ্চশ্রেণীর টেকনিক্যাল টিম এবং বড় পরিসরের প্রযোজনা, যা এটিকে আগামীকালকের সবচেয়ে প্রত্যাশিত বাণিজ্যিক সিনেমার মধ্যে একটি করে তুলছে।