হাসিনার প্লট দুর্নীতির মামলার রায় আজ

আদালতে নেওয়া হলো আসামি খুরশীদ আলমকে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) ২৩ জনের বিরুদ্ধে দুদকের করা পৃথক তিন মামলার রায় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর)।

এদিন দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করবে। শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে চলেছে।

এই মামলার গ্রেপ্তারকৃত আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম ইতোমধ্যে আদালতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়।

এর আগে, গত ২৩ নভেম্বর এসব মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করে আদালত। তবে শেখ হাসিনাসহ ২২ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। একইসঙ্গে আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষও দাবি করতে পারেননি তারা।

এ বিষয়ে দুদকের কৌঁসুলি খান মাইনুল হাসান (লিপন) বলেন, মেয়ে পুতুলের আবদার মেটাতে রাজউকের প্লট বরাদ্দ নিতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করেন শেখ হাসিনা। আমরা দলিল-দস্তাবেজ ও সাক্ষীদের সাক্ষ্যে তাদের দুর্নীতির প্রমাণ করতে পেরেছি। আশা করছি শেখ হাসিনাসহ ২৩ আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন হবে।

তবে তিন মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউক কর্মকর্তা খুরশীদ আলমের আইনজীবী মো. শাহিনুর ইসলাম বলেন, এসব প্লট বরাদ্দে ওই সময় খুরশীদ আলমের কিছুই করার ছিল না। তিনি এসব কাজের জন্য কোনো পদোন্নতি বা বেনিফিট নেননি বা কোনো ধরনের সুযোগ-সুবিধাও গ্রহণ করেননি। তাই এসব মামলায় তিনি কোনোভাবেই অভিযুক্ত নন। আশা করছি ন্যায়বিচার পেলে খালাস পাবেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারি মাসে পৃথক ছয়টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরো অনেককে আসামি করা হয়।

শেখ পরিবার ছাড়া ছয় মামলায় অন্য আসামিরা হলেন-জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

গত ৩১ জুলাই ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় শেখ হাসিনাসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসব মামলায় বিচার চলাকালে চার মাসে সাক্ষ্য দেন ৯১ জন। তবে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে এসে আদালতে আত্মসমর্পণ করেন রাজউক কর্মকর্তা খুরশীদ আলম। এরপর তিন মামলায় সাক্ষ্য দেওয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী শাহিনুর ইসলাম। গত ২৩ নভেম্বর আত্মপক্ষ সমর্থনে খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন। তবে পলাতক থাকায় এ সুযোগ পাননি হাসিনা, জয়, পুতুলসহ অন্য ২২ আসামি। এরপর ২৩ নভেম্বর দুদক ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শেষে ২৭ নভেম্বর রায়ের দিন ধার্য করেন বিচারক।

প্লট বরাদ্দে দুর্নীতির বাকি তিন মামলায় ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালতে বিচারকাজ চলছে। একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার বোন রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ ১৭ আসামির বিরুদ্ধ ১ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এ ছাড়া প্লট দুর্নীতির অভিযোগে রেহানার দুই সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে দুই মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি চলমান রয়েছে।

এসব মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার প্রভাব খাটিয়ে অযোগ্য হওয়া সত্ত্বেও রাজউকের পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে মোট ছয়টি প্লট বরাদ্দ নেয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন, দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Jan 12, 2026
img
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক ১৪ জানুয়ারি Jan 12, 2026
img
প্রতিদিন ৪টি ডিম খেলে শরীরে কী হতে পারে? জেনে নিন Jan 12, 2026
img
প্রতিদিন পেয়ারা খাওয়া শরীরের জন্য উপকার নাকি ক্ষতি? জেনে নিন Jan 12, 2026
img
ব্রাদার্স ছাড়ছেন অঞ্জন বিস্তা ও সানিশ শ্রেষ্ঠা, যোগ দিবেন নেপালি লীগে Jan 12, 2026
img
পাকিস্তানে বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল নবদম্পতিসহ ৮ জনের Jan 12, 2026
img
হাঁটুর চোটে মৌসুম শেষ লিভারপুল ডিফেন্ডার ব্র্যাডলির Jan 12, 2026
img
ম‍্যানচেস্টার সিটির হয়ে অভিষেকে গোল সেমেনিওর Jan 12, 2026
img
পঞ্চগড়ে লাঠিচার্জে আহতদের দেখতে হাসপাতালে সারজিস আলম Jan 12, 2026
img
পাবনা কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী, রামেকে মৃত্যু Jan 12, 2026
img

বাগেরহাট-১ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মুশফিক Jan 12, 2026
img
শ্রাবন্তীর নামে হঠাৎ কী বললেন শুভশ্রী? Jan 12, 2026
img

চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনালের প্রশ্ন

নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে Jan 12, 2026
img
সালমানের সঙ্গে অভিনয় স্বপ্নপূরণের মতো: চিত্রাঙ্গদা সিং Jan 12, 2026
img
ধর্মান্ধদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান খায়রুল কবির খোকনের Jan 12, 2026
img
খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ Jan 12, 2026
img
আবারও ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা Jan 12, 2026
img
সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত Jan 12, 2026
img
২১ বছরের পথচলা, বিবাহবার্ষিকীতে স্মৃতির পাতায় ফাওয়াদ খান Jan 12, 2026
img
মায়ানমার থেকে আসা গুলিতে আহত স্কুলছাত্রী, টেকনাফে উত্তেজনা Jan 12, 2026