বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট অনুপস্থিত থাকায় দর্শকদের কৌতূহল বেড়েছে নেটফ্লিক্সের নতুন ডকুমেন্টারি “ডাইনিং উইথ দ্য কাপুরস”–এ। এই ডকুমেন্টারিতে দেখা যায় কাপুর পরিবারের আইকনিক সদস্যদের, যেমন নীতু কাপুর ও সাইফ আলি খান, তবে কাপুর বৌ আলিয়া নিজেকে অনুপস্থিত রেখেছেন।
প্রথম দিকে প্রযোজক আরমান জাইন তাঁর অনুপস্থিতির কারণ হিসেবে “কাজের ব্যস্ততা” উল্লেখ করেছিলেন। কিন্তু দর্শকরা এই ব্যাখ্যা নিয়ে সন্তুষ্ট হননি। এবার আলিয়া নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি জানান, ডকুমেন্টারি শুটিংয়ের সময় তিনি অসুস্থ ছিলেন। আলিয়ার কথায়, “আমি তখন খুব অসুস্থ ছিলাম… তবে সত্যিই আমি জীবনে কাপুরদের সঙ্গে ডাইনিং করছি এবং সব স্মৃতি আমার কাছে আছে আরও অনেক স্মৃতি তৈরি হবে।”
তার এই আন্তরিক ও শান্তিপূর্ণ মন্তব্য নিশ্চিত করেছে যে, শুটিংয়ে অনুপস্থিতি কোনো তর্ক বা ভুল বোঝাবুঝির কারণে নয়। আলিয়ার ফ্যানরা আশ্বস্ত হতে পারেন যে, বাস্তব জীবনে কাপুর পরিবারে তাঁর সম্পর্ক এবং উপস্থিতি এখনো উষ্ণ ও ঘনিষ্ঠ।