ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে কলকাতার ইধিকা পালের নাম শোনা গেলেও পরে তা বাতিল হয়। গত ১৬ নভেম্বর প্রথম নায়িকা হিসেবে দেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণের নাম ঘোষণা করা হয়। অপেক্ষা ছিল দ্বিতীয় নায়িকা নাম ঘোষণার। আজ জানা গেলে এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার আরেক অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ইতিমধ্যেই জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে পাকাপাকি কথা হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজকের। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন জ্যোতির্ময়ী।
খবরে বলা হয়েছে, ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন তিনি। তার দ্বিতীয় কাজ দীপক অধিকারী দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা, যা আছে মুক্তির অপেক্ষায়। এরপর জ্যোতির্ময়ী পর্দায় আসবেন শাকিবের নায়িকা হয়ে।
সিনেমার একটি সূত্র জানায়, সিনেমার গল্পের প্রয়োজনের শাকিবের সঙ্গে তিন নায়িকা রয়েছেন। সেখানে কাউকেই প্রধান নায়িকা বলা যাবে না।
এদিকে জ্যোতির্ময়ী কুণ্ডুর বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ তেমন কিছু বলেননি। তবে এই নির্মাতা গণমাধ্যমকে জানান, আরও দুজন নায়িকা খুঁজছেন তারা। নভেম্বরের শেষে সেই নায়িকাদের নাম ঘোষণা করা হবে।
সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এর চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।
এ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন। এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘প্রিন্স’ সিনেমার।সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে মিুক্তি পাবে সিনেমাটি।
‘প্রিন্স’ ছাড়াও শাকিবের নতুন আরেকটি সিনেমা হল ‘সোলজার’। ওই সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।
পিএ/এসএন