বিয়ের আগে থেকেই যাঁদের প্রেমকাহিনি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু, সেই স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলকে ঘিরে এখন যেন আরও ঘনীভূত হচ্ছে বিতর্কের মেঘ। বাবার অসুস্থতার কারণ দেখিয়ে বিয়ে পিছিয়ে গেলেও, দিন যত যাচ্ছে ততই প্রশ্ন বাড়ছে আসল কারণ কি সত্যিই শুধুই পারিবারিক জরুরি পরিস্থিতি? নাকি এর আড়ালে রয়েছে আরও কিছু?
ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পলাশ মুছলকে হার্দিক পাণ্ডিয়ার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে গাড়ির পিছনের সিটে। গানের তালে লিপসিঙ্ক করছেন নাতাশা, আর পাশে বসে তাল মিলিয়ে নাচছেন পলাশ।
এই ভিডিও সামনের আসতেই গুঞ্জন আরও জোরালো হয়। কারণ একই দিন সকাল থেকে ছড়িয়ে পড়েছিল বিয়ের কোরিওগ্রাফারের সাথে পলাশের ব্যক্তিগত চ্যাট—যেখানে সমুদ্রসৈকতে যাওয়ার প্রস্তাব, একসঙ্গে সাঁতার কাটার কথা, এমনকি দূরত্বের কারণে স্মৃতিকে ডেট করা কঠিন হয়ে পড়ছে এসব কথাও দেখা যায়। স্ক্রিনশটে ফ্লার্টিংয়ের আভাসও মিলেছে বলে দাবি নেটিজেনদের।
এমন পরিস্থিতিতে নেটপাড়ায় নতুন প্রশ্ন পলাশ কি সবসময়ই এমন? কেউ লিখছেন, “বারবার মহিলাসঙ্গ উপভোগ করাই কি ওর স্বভাব?” আবার অনেকেই বলছেন, দুজনেই বিনোদন জগতের মানুষ; একসঙ্গে দেখা যাওয়া অস্বাভাবিক কিছু নয়।
এর মধ্যে আবার ভাইরাল হচ্ছে স্মৃতি-পলাশের বিয়ের প্রস্তুতির সেই উচ্ছ্বাসভরা দিনগুলোর ভিডিও হলুদি, মেহেন্দি, সঙ্গীত, teammates দের নাচ, ক্রিকেটারদের অংশগ্রহণ—সবই এখন অতীতের স্মৃতি হয়ে ধাক্কা দিচ্ছে বিতর্কের মাঝখানে। বাবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিয়ে স্থগিত হওয়া অবশ্যই বাস্তব ঘটনা। তবুও জল্পনা-গুঞ্জন থামছে না—এই সম্পর্ক কি শেষ পর্যন্ত বিয়েতে গড়াবে?
সামনে যা-ই থাকুক, পলাশ-স্মৃতির সম্পর্ক এখন আলোচনার শীর্ষে—আর নতুন ভাইরাল ভিডিও সেই আগুনে আরও ঘি ঢেলে দিল।
এমকে/এসএন