৯০০ পর্বের দীর্ঘ যাত্রা শেষের দিকে। আর সেই শেষের মুহূর্তগুলোতে আটকে থাকা আবেগ লুকোচ্ছেন না ‘ফুলকি’র মুখ্য অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। প্রথম কাজ, প্রথম শুটিং-সেট, প্রথম আলো-ঝলমলে যাত্রা-সবই শুরু হয়েছিল এই ধারাবাহিক দিয়েই। তাই শেষের ঘোষণায় আনন্দের সঙ্গে বুক ভরা নরম কান্নার ঢেউও স্পষ্ট তাঁর কথায়।
দিব্যাণী জানান, এত দীর্ঘ পথচলার পর ‘ফুলকি’ তার কাছে শুধু একটি কাজ নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখার জায়গা হয়ে উঠেছে।
অভিনয়ের পাঠ, ক্যামেরার ভাষা, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক-সবকিছুই এই ধারাবাহিক তাকে শিখিয়েছে। প্রতিটি দিন যেন ছিল নতুন অভিজ্ঞতার খনি। তাই ধারাবাহিক শেষ হওয়ার খবর তাঁর মনে নরম শূন্যতা তৈরি করেছে, বলেই জানালেন তিনি।
তবে তাঁর আবেগের কেন্দ্রে রয়েছে দর্শকদের ভালোবাসা। এতদিন ‘ফুলকি’ যে জনপ্রিয়তা ধরে রেখেছে, তার জন্য কৃতজ্ঞ দিব্যাণী। তিনি মনে করেন, একজন অভিনেত্রীর জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হয় না।
প্রথম ধারাবাহিকের ঝলমলে স্মৃতি, সহকর্মীদের সঙ্গে অপরিসীম বন্ধন আর হাজারো মুহূর্ত নিয়ে ‘ফুলকি’ যেমন দিব্যাণীর জীবনকে বদলে দিয়েছে, তেমনই দর্শকের মনেও তৈরি করেছে এক অদ্ভুত টান। এখন সেই সফর শেষের পথে দাঁড়িয়ে তাই মন ভিজে ওঠা স্বাভাবিক।
আরপি/এসএন