বলিউডের স্টাইল–মানচিত্রে মালাইকা অরোরা যেন এক চিরকালীন আলো। বয়স তার কাছে শুধু সংখ্যার খেলা। ৫১-এ পা রেখেও তিনি যখন যা পরেন, তা মুহূর্তেই তৈরি হয়ে যায় নতুন ট্রেন্ড। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাদা সাটিনের ওপর কালো বড় পোলকা ডট-এর স্ট্র্যাপলেস গাউনে হাজির হয়ে মালাইকা যেন ফিরিয়ে নিয়ে গেলেন রেট্রো যুগের সেই সোনালি ছন্দে।
ষাটের দশকের আইকনিক ঢংকে আধুনিকতার পরশে মিশিয়ে এই গাউনটি যেন তাকে আরও রাজকীয় করে তুলেছে। করসেট–স্টাইলের ফিট আর হাই-লো বেলুন হেম পুরো পোশাকে এনেছে নাটকীয় ভল্যুম। ফ্লোর-লেংথ ট্রেন মালাইকার উপস্থিতিকে দিয়েছে এক বিশেষ অভিজাত ছায়া।
হাতে কালো ক্লাচ, সঙ্গে মানানসই পাম্প হিল-সাজের প্রতিটি অংশে তিনি রাখলেন নিখুঁত সামঞ্জস্য। মেকআপে ছিল ন্যাচারাল টোন, কিন্তু চোখে স্মোকির তীব্র আকর্ষণ। নুড বেস, সফট কনট্যুর আর পিঙ্কিশ লিপ তাকে করেছে আরও উজ্জ্বল। হাই-বান চুলের স্টাইল পুরো লুককে দিয়েছে পরিষ্কার পরিপাটি আবেদন।
সবচেয়ে চোখে পড়া অংশ? গলার রুবি টোনের স্টেটমেন্ট নেকপিস। সাদা-কালো পোলকা ডট গাউনের বিপরীতে এই গাঢ় রঙের নেকপিস তৈরি করেছে এক অসাধারণ কনট্রাস্ট। শেষ ছোঁয়ায় কালো সানগ্লাস-যার মধ্যেই যেন উঠেছে মালাইকার রেট্রো-গ্ল্যামারের চূড়ান্ত স্বাক্ষর।
আত্মবিশ্বাস, সৌন্দর্য আর সময়হীন স্টাইলের মিশেল-মালাইকা আবারও প্রমাণ করলেন, ফ্যাশন কখনও শুধু পোশাকে নয়, বরং তা বহন করার মনোভাবেই।
আরপি/এসএন