দীর্ঘ ক্যারিয়ারের পরও মমতা শঙ্কর নিজের ব্যক্তিজীবনের সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশ করতে কোন দিনই কুণ্ঠিত হননি। তিনি জানালেন, আজকাল সবকিছু প্রায় আগে থেকেই ঠিক হয়ে যায়, তাই বিয়ের পর জীবনে নতুন কিছু অবশিষ্ট থাকে না। তবে দুটি আত্মা যখন মিলিত হয় এবং দুটি শরীর একে অপরের কাছে আসে সেই অনন্য অনুভূতিটাই অন্যরকম।
মমতা শঙ্করের ভাষায়, এই অন্তরঙ্গতা, মিলনের অনুভূতি জীবনের সবচেয়ে প্রাকৃতিক ও গভীর অভিজ্ঞতার অংশ। অভিনয় জগতে দীর্ঘ সময় কাটিয়ে ব্যক্তিগত জীবনেও এমন অনুভূতি উপলব্ধি করা, অভিনেত্রী হিসেবে তার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।
শুধু রোমান্স নয়, আত্মার সংযোগ, মানসিক মিলন এবং শারীরিক ঘনিষ্ঠতা এই সবই মমতা শঙ্করের কথায় বিবাহের বিশেষত্ব তুলে ধরে।
আরপি/এসএন