ওপার বাংলার ছোটপর্দার ধারাবাহিকে প্রায়শই খলনায়িকার চরিত্রে দেখা যেত সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে। গ্ল্যামারাস লুক আর শক্তিশালী অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী এবার একেবারে ভিন্ন চেহারায় হাজির হয়েছেন ‘রাঙামতী তীরন্দাজ’ ধারাবাহিকে। নতুন চরিত্রের নাম ‘সরস্বতী’, যেখানে তিনি এক নতুন ধরনের চরিত্রে অভিনয় করছেন।
সুদীপ্তা সোশাল মিডিয়ায় নিজের নতুন লুকের ছবি শেয়ার করেছেন। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, কপালে বড় টিপ, গায়ের রঙ রূপান্তরিত করে কালো, হাতে শাঁখা-পলা এবং পরনে সুতির শাড়ি-এই সমস্ত মিলিয়ে তার নতুন লুক দর্শকদের চমকে দিয়েছে। নিজেই ক্যাপশনে লিখেছেন, “বলছিলুম কি, ইয়ে আমার নাম হলো সরস্বতী। আপনারা রোজ ‘রাঙামতী তীরন্দাজ’ দেখচেন তো? দেখেবেন আর জানাবেন কেমন লাগছে।”
নতুন চরিত্রে অভিনয় করতে পেরে সুদীপ্তা খুশি। বাংলা সংবাদমাধ্যমকে তিনি জানান, এর আগে দর্শকরা তাকে ভিন্ন চরিত্রে ভাবতেই পারতেন না। তাই টাইপকাস্ট হওয়ার কিছুটা আক্ষেপ ছিল। এবার ‘সরস্বতী’ চরিত্রে অভিনয় করে সেই অনুভূতি কাটিয়ে উঠেছেন তিনি। নতুন চরিত্রের জন্য আলাদা কথার ধরনও রপ্ত করতে হয়েছে।
সুদীপ্তার এই নতুন লুক এবং অভিনয় প্রদর্শন প্রমাণ করে, তিনি এখনও ছোটপর্দায় নতুনত্ব এবং ভিন্ন অভিব্যক্তি প্রদর্শনে পারদর্শী।
আরপি/এসএন