‘এখানে আকাশ নীল’-এর পরে বেশ কিছু কাজ করলেও তাঁকে সে ভাবে দেখা যায়নি ছোটপর্দায়। অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে শেষ বার দেখা গিয়েছিল ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। তার পর মাঝে বেশ কিছু দিনের বিরতি। আবার ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী।
‘ফুলকি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অনামিকাকে। পরনে অবাঙালি কায়দায় পরা শাড়ি। গায়ের রং চাপা। চোখে মোটা কাজল। একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনত্রী। অনামিকা বলেন, “ক্যামিও চরিত্রে দেখা যাবে আমাকে। অনেক দিন পরে শুটিং করছি। খুবই ভাল লাগছে। কার না ভাল লাগে! আসলে সবার তো সময় এক যায় না।”
হিয়া চরিত্রে অভিনয়ের পরে সে ভাবে বড় কোনও চরিত্রে দেখা যায়নি তাঁকে। অনামিকা যোগ করেন, “মিঠিঝোরার পরে আমি একটি কাজ করেছি। কিন্তু তা বলা যাবে না। এই ধারাবাহিকে আমায় দেখানো হবে গুপ্তচর হিসাবে।” নিজের মানসিক অবসাদের কথাও প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। অন্য দিকে অভিনেত্রীর স্বামী উদয়প্রতাপ সিংহ এখন টেলিপাড়ার আলোচিত নায়ক। ‘পরিণীতা’ ধারাবাহিকে তাঁকে দেখেছে দর্শক।
কিছু দিন আগে কাজ না পাওয়া প্রসঙ্গে অনামিকা বলেছিলেন, “বাড়িতে বসে থাকতে একঘেয়ে লাগে। যে কাজটা ১১ বছর ধরে করে আসছি সেখানে সুযোগ না পেলে খারাপ লাগে। তবে আমার পোষ্য রয়েছে, ওকে নিয়ে সময় কেটে যায়।” স্বামীর সাফল্যে অবশ্য খুশি অভিনেত্রী। অভিনেত্রী বলেছিলেন, ‘‘পাঁচ বছর ধরে অনেক পরিশ্রম করেছে ও। আমি খুশি ওর ধারাবাহিক জনপ্রিয়তা পাচ্ছে। আমার থেকে অনেকে বেশি উপার্জন করে উদয়। তবে আমি নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারি। সে রোজগার আমার আছে।’’ এই মুহূর্তে অভিনয়ের পাশাপাশি ভ্লগিংও করেছেন অনামিকা।
কেএন/টিকে