ধরমজি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হেমা মালিনী বলেন, তাঁর জীবনে ধর্মজি শুধু স্বামী নন, ছিলেন সবচেয়ে কাছের সঙ্গী। তিনি জানান, ধর্মজি ছিলেন একাধারে প্রেমিক স্বামী, দুই মেয়ে এষা ও অহনার স্নেহময় বাবা, আবার একই সঙ্গে বন্ধু, পথপ্রদর্শক, দার্শনিক আর কবিসুলভ মনের মানুষ। হেমার ভাষ্য, যে কোনও প্রয়োজনে তিনি ভরসা করতেন ধর্মজির উপর, কারণ তিনি ছিলেন তাঁর ‘ভরসার মানুষ’।
হেমা মালিনী আরও বলেন, ব্যক্তিগতভাবে এই ক্ষতি তাঁর কাছে ভাষায় প্রকাশের বাইরে। ধর্মজিকে হারানোর শূন্যতা সারাজীবন তাঁকে তাড়া করবে। দীর্ঘ সংসারজীবনে জমে থাকা অসংখ্য স্মৃতিই এখন তাঁর সঙ্গী। প্রতিটি বিশেষ মুহূর্ত নতুন করে অনুভব করেই তিনি সামনে এগোতে চান।
এবি/টিকে