কিশোরগঞ্জ-৪ আসনে (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাড. ফজলুর রহমানের রাজধানীর সেগুনবাগিচার বাসার সামনে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরে এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ আহ্বান জানান।
জেড আই খান পান্না বলেন, একটি খারাপ খবর শুনিয়ে যাচ্ছি, অ্যাড. ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের একজন অতন্দ্রপ্রহরী, আজকে তার বাসায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার ভেতরে ৩-৪টি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। উদ্দেশ্য তাকে ভয় দেখানো, তার পরিবারকে ভয় দেখানো। এটা যারা করেছে, আমি পুলিশ প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে সকলের কাছে আবেদন জানাব, অনতিবিলম্বে এই দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়।
সেটার যেন একটা এক্সাম্পল আমরা দেখতে পাই। তিনি আরো বলেন, ফজলুর রহমান শুধু মুক্তিযোদ্ধা না, তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। আমিও একজন সিনিয়র আইনজীবী হিসেবে, একজন সহযোদ্ধা হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।
এসএস/টিএ