ভর্তিযুদ্ধ শব্দটি সমীচীন নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
উপাচার্য বলেন, ‘প্রতিটি সিটের বিপরীতে প্রায় ৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ভালো প্রস্তুতি নিলে এ ধরনের পরীক্ষায় ভালো করা সম্ভব।’
ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হলো। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।