সিলেটে গত এক মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫০ জন। স্বাস্থ্য বিভাগ বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত তথ্যে জানা যায়, চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৫ জনে। এর মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছেন ১৫০ জন।
বিভাগে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায়।
সিলেট জেলায় ৭৬ জন, সুনামগঞ্জ জেলায় ৭১ জন,মৌলভীবাজার জেলায় ৮৬ জন,হবিগঞ্জ জেলায় ২৩২ জন আক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত ডেঙ্গুতে গত ৮ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী।
এ বিষয়ে ডা. মো. আনিসুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ দেশের একটি গণমাধ্যমকে জানান ডেঙ্গু আক্রান্ত বেশিভাগ রোগীই বাইরে থেকে আক্রান্ত হয়ে সিলেটে প্রবেশ করেছেন।সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কেএন/এসএন