টাইম ম্যাগাজিনে আমির হামজার ছবি, ফারুকীর অভিনন্দন

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত সংবাদভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’ তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি ফটোগ্রাফার আমির হামজার তোলা একটি ছবি। দিদারুল ইসলামের জানাজার মুহূর্ত ধারণ করা এই ছবিটি আবেগের গভীরতা ও বৈশ্বিক প্রভাবের কারণে নির্বাচিত হয়েছে।

এই অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘এটি শুধু আমির হামজার অসাধারণ শিল্পদৃষ্টির স্বীকৃতি নয়, বাংলাদেশের জন্যও গর্বের মুহূর্ত। আমাদের দেশ ও প্রবাসীদের গল্প আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে প্রতিফলিত হচ্ছে।’

উপদেষ্টা আরো বলেন, “বাংলাদেশি আলোকচিত্রীরা বহুদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সঙ্গে পরিচিত। আমির হামজার আগে কেএম আসাদ, তসলিমা আক্তার ও মুনিরুজ্জামান—তাদের কাজও টাইমের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’-এ অন্তর্ভুক্ত হয়েছে। আরও অনেক বাংলাদেশি ফটোগ্রাফার অসাধারণ ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন এবং দেশের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন।”

বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি অন্যতম প্রাণবন্ত ও প্রভাবশালী শিল্পমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত—এ কথা উল্লেখ করে ফারুকী জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আলাদা একটি বিভাগ হিসেবে ‘ফটোগ্রাফি’ চালু করা হবে।

তিনি বলেন, ‘এই উদ্যোগ আমাদের সৃজনশীল প্রতিভা লালন, শিল্পচর্চায় নতুনত্ব আনা এবং ফটোগ্রাফিকে তার প্রাপ্য প্রাতিষ্ঠানিক মর্যাদা দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন।’

উপদেষ্টা আরো বলেন, ‘বাংলাদেশি ফটোগ্রাফির এই উল্লেখযোগ্য মুহূর্ত উদযাপন করি। শিল্পের সমস্ত শাখাকে এগিয়ে নিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করছি। আমির হামজাকে অভিনন্দন। আশা করি, বাংলাদেশের আলোকচিত্রীরা আগামী দিনে আরও উজ্জ্বলভাবে বিশ্বমঞ্চে জায়গা করে নেবে।’

উল্লেখ্য, ১৯৯২ সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আমির হামজা। তিনি ২০১৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা চলাকালীন, হামজার আলোকচিত্রশিল্পের প্রতি আগ্রহ তৈরি হয়, ২০১২ সালে অপেশাদার আলোকচিত্রশিল্প শুরু করেন। তিনি বর্তমানে দ্য নিউ ইয়র্ক টাইমস -এ কর্মরত।
হামজার ছবি দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠায় একাধিকবার প্রকাশিত হয়েছে, সেই সঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালেও।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026
'আমার মত এই গেটাপের যারা আছি আমরা কিন্তু এভারেজ ম্যাচ ফিমেল না' Jan 13, 2026
অভিনয়ে ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি রানি মুখার্জির Jan 13, 2026
চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী Jan 13, 2026
img
২ হাজার দশকের শুরুতে বলিউডে হৃতিক রোশানের উত্থানের স্বর্ণযুগ Jan 13, 2026
img
মিয়ানমার রোহিঙ্গাদের জীবন দুঃস্বপ্নে পরিণত করেছে: আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া Jan 13, 2026
img
ইরানে সামরিক হামলার বিষয়টি এখনো বিবেচনায় রেখেছে ট্রাম্প প্রশাসন Jan 13, 2026
img
তিন বছর পর ফিরছে ভেঙে যাওয়া সেই জুটি Jan 13, 2026
img
শীতে ত্বক শুষ্ক-জেল্লাহীন, প্রাণ ফেরানোর কৌশল শেখালেন মাধুরী Jan 13, 2026
img
সামরিক পদক্ষেপের আগে ইরানের সঙ্গে আলোচনায় জোর দিচ্ছেন জেডি ভ্যান্স Jan 13, 2026
img
বড়দের মঞ্চে ১৬ বছরের অভিনেতার বাজিমাত! Jan 13, 2026
img
সংগীতশিল্পী ফরিদা পারভীনের স্থগিত হওয়া জন্মদিনের অনুষ্ঠান আজ Jan 13, 2026