টলিপাড়ায় আবারও প্রেম ও বিয়ে নিয়ে হইচই শুরু হয়েছে। সদ্য বিদেশে বিয়ে সম্পন্ন করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তাঁর নতুন জীবনযাত্রার জন্য শুভেচ্ছা জানিয়ে টলিপাড়ার শোরগোল বেড়েছে। তবে এই বিশেষ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন প্রাক্তন প্রেমিক রুদ্রনীল ঘোষ।

বছর খানেক আগে তনুশ্রী ও রুদ্রনীল গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলেন। যদিও পরে সেই সম্পর্ক শেষ হয়, তারপরও তাঁরা বন্ধুত্ব বজায় রেখেছেন। তনুশ্রীর বিদেশে বিয়ের খবর জানার পরই রুদ্রনীল ঘোষণা করলেন, তিনি নিজের ‘ব্যাচেলর জীবন’কে বিদায় জানাতে প্রস্তুত। সোশাল মিডিয়ায় রুদ্রনীল লিখেছেন, “তনুশ্রী-সুজিতকে অনেক শুভেচ্ছা। সুন্দর হোক তনুশ্রীর আগামী জীবন।”
রুদ্রনীল জানিয়েছেন, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তিনি নিজেও বিয়ে করার পরিকল্পনা করছেন। যদিও পাত্রী এখনও নির্বাচিত হয়নি, তবে তিনি আশাবাদী যে তাঁর মতো ট্রেন মিস করা কাউকে খুঁজে পাবেন। অভিনেতার কথায়, তনুশ্রী কলকাতায় বিয়ে করলে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারতেন, কিন্তু বিদেশে বিয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়ে গেল।
টলিপাড়ার ভক্তমহল এবং বন্ধুবৃত্তদের মধ্যে রুদ্রনীলের এই ঘোষণা উচ্ছ্বাস এবং কৌতূহলের সৃষ্টি করেছে। প্রাক্তন প্রেমিকা ও বন্ধুত্বের নিখুঁত সমন্বয়ই এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তনুশ্রী ও রুদ্রনীলের এই পরস্পরের প্রতি শুভেচ্ছা ও রসিকতা যেন টলিউডের নতুন গল্পের অংশ হয়ে দাঁড়িয়েছে।
আরপি/টিকে