করোনা পরবর্তী প্রতিটি কাজ দিয়েই অনুসারীদের চমকে দিচ্ছেন দেশের ‘নাম্বার ওয়ান’ খ্যাত তারকা শাকিব খান! তিনি যেটাই করছেন সেটাই যেন ট্রেন্ড হয়ে উঠছে; হোক সেটা সিনেমা কিংবা বিজ্ঞাপন।
এমনকি তার লুক ও পোশাকগুলো তুমুলভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়! এবার হঠাৎ-ই এই তারকাকে একসঙ্গে ছয়টি লুকে দেখা গেল। যা দেখে রীতিমত চমকে উঠছে তার ভক্ত অনুরাগীরা!
এই ছয়টি লুকের মধ্যে প্রফেসর লুক যেমন আছে, তেমনি শুটার থেকে বৃদ্ধ লুক গুলোতেও পাওয়া গেল তাকে। কিন্তু একসঙ্গে এতোগুলো লুকের রহস্যটা কী?
জানা গেছে, কদিন আগে শীতের একটি প্রসাধনীর বিজ্ঞাপন করেছেন শাকিব। মূলত সেই বিজ্ঞাপনের জন্য তিনি ছয়টি লুক নিয়েছেন। যেহেতু শাকিব খান দীর্ঘদিন পরে বিজ্ঞাপনে কাজ করলেন, এ কারণে ঢাকাই ‘কিং খান’কে একেবারে ভিন্নভাবে হাজির করার চেষ্টা করেছে সংশ্লিষ্টরা।
যদিও কেউ কেউ মনে করেছেন, শাকিবের ‘সোলজার’ সিনেমার জন্য এই কাণ্ড! কিন্তু আসলে তা নয়, এটি মূলত বিজ্ঞাপনের লুক! এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। বর্তমানে বিজ্ঞাপনটির পোস্ট পোস্ট প্রোডাকশন চলছে, শিগগির প্রচারে আসবে এটি।
এবি/টিকে