বলিউডে আবারও বিতর্কের ঝড় উঠেছে। কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের শোকের আবহের মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২৪ নভেম্বর দেশের তথা সিনেমাপ্রেমীদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল ধর্মেন্দ্রের প্রয়াণ। সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র জগতের সবাই শোকের ছায়ায় ডুবে ছিলেন।
তবে এই আবহে মুম্বইয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাখি বলেন, “২-৩ দিন আগেই প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্রজি। অনেকেই আমাকে বলেছেন। ধরমজি নিজেই তো আমার স্বপ্নে এসেছিলেন। হাসপাতালের চিকিৎসকরাও বলেছে। এখন এসব নিয়ে নাটক চলছে।” রাখির এই মন্তব্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ভক্তরা তাঁর বক্তব্যকে “অপমানজনক” ও “নির্লজ্জ” বলে সমালোচনা করেন।
ধর্মেন্দ্রর শেষকৃত্য ও পরিবারের গোপনীয়তা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি কিছু নেটিজেন সানি দেওল ও ববি দেওলের ছবির বয়কটের ডাক দিয়েছেন। এই বিষয়ে রাখি বলেন, “খুব খারাপ লেগেছে যে ভক্তরা ধর্মেন্দ্রজিকে শেষবার দেখতে পেলেন না। উনি গোটা বিশ্বের কাছে সুপারস্টার। আমারও হিরো।”
তবে ‘শেষকৃত্য নিয়ে নাটক’ এই বক্তব্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি উত্তপ্ত প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা সতর্ক করে মন্তব্য করেছেন, “সানি দেওলের ভয় নেই আপনার? ওর থেকে দূরে থাকুন।”
সব মিলিয়ে ধর্মেন্দ্রর প্রয়াণকে কেন্দ্র করে রাখি সাওয়ান্তের মন্তব্য নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপের সৃষ্টি করেছে।
আরপি/টিকে