টলিউডের ব্যস্ত সময়ের ভিড়ে কখনও কখনও কিছু সম্পর্ক নিঃশব্দেই গভীর হয়ে ওঠে যার নাম নেই, ব্যাখ্যাও নেই, শুধু অনুভব থাকে। অভিনেত্রী সুস্মিতা দে নিজের সোশাল পোস্টে ঠিক এমনই এক সম্পর্কের কথা তুলে ধরেছেন। লিখেছেন, “সব সম্পর্কের নাম হয় হয় না। কিছু সম্পর্ক অনুভব করা যায়, ব্যাখ্যা নয়। সাহেব আর আমি যে বন্ধন ভাগ করে নিই, সেটা তেমনই সুন্দর। সাহেব আমার পথপ্রদর্শক শক্তি।”
টলিপাড়ায় ইতিমধ্যেই এই লেখা ঘিরে কানাঘুষো শুরু হয়েছে। সুস্মিতা ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বন্ধুত্ব নিয়ে আগেও আলোচনা হয়েছিল, তবে এবার অভিনেত্রীর সরল স্বীকারোক্তি নতুন কৌতূহল ছড়িয়েছে। শিল্পীর ব্যক্তিগত জীবনের নীরব অধ্যায় যেন সোশাল মিডিয়ার মাধ্যমে একটু খোলামেলা হয়ে উঠেছে।
সাহেব চট্টোপাধ্যায় টলিউডে বরাবরই স্থির, সংবেদনশীল অভিনেতা হিসেবে পরিচিত। সুস্মিতা তাঁর প্রতি যে ভরসা ও সম্মানের ছবি এঁকেছেন, তা শুধুই বন্ধুত্ব নাকি আরও গভীর বন্ধন সে প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে শিল্পী মহলে। তবে সুস্মিতার পোস্টে যে আবেগ, তাতে স্পষ্ট তাঁদের সম্পর্ক নামহীন হলেও শক্তিশালী, নির্মল এবং একে অপরকে সঙ্গ দেওয়ার নিরব প্রতিশ্রুতি।
আরপি/টিকে