আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না হলে বাংলাদেশ মহাবিপদের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় দলীয় পথসভায় বক্তব্য দেন তিনি।
সাকি বলেন, “গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটিই জরুরি। তবে সংস্কার ও নির্বাচন এখন একসূত্রে গাঁথা। নির্বাচন না হলে সংস্কার বাস্তবায়ন অসম্ভব হয়ে র্পড়বে, তখন দেশ মহাবিপদের মুখে পড়বে।”
তিনি অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর কিছু রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে এবং কেউ কেউ মনে করছে নির্বাচনের আর প্রয়োজন নেই। তিনি বলেন, “অনেকেই এখন নির্বাচন বানচালের চেষ্টা করছে। যারা এ ষড়যন্ত্র করছে, তারা জেনেশুনেই দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। দেশের মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না।”
জোনায়েদ সাকি অন্তর্বর্তী সরকারকে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানান।
এ সময় তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীদের মাথাল প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
ইউটি/টিএ