বরগুনায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

বরগুনার বেতাগী উপজেলায় ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শ্রী মনি সংকর, ঝর্ণা রানী, শ্রী গৌতম সরকার ও শ্রী তপন সরকারের নেতৃত্বে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ তারা বিএনপিতে যোগদান করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বেতাগী উপজেলার জেলেপাড়া শ্রী শ্রী সার্বজনীন মন্দির এবং একই উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ঝিলখোলা এলাকার চল্লিশঘর গ্রামে আয়োজিত পৃথক দুটি মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

এ সময় যোগদানকারী সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের ফুল দিয়ে বরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি।

মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র মো. শাহজাহান কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফয়জুল মালেক সজীব প্রমুখ।

অনুষ্ঠানে বরগুনা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্যামল চন্দ্র হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কার্যকলাপের কারণে তাদের পতন ঘটেছে। এখন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে তারেক রহমান ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি যদি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উপহার দেন, তাহলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবাই নিজ নিজ ধর্ম পালন করে শান্তিতে থাকতে পারবে। এ কারণেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি বলেন, তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে হিন্দুদের জানমালের কোনো ধরনের সমস্যা হবে না। সংবিধান তাদের যে অধিকার দিয়েছে তা শতভাগ ভোগের নিশ্চয়তা থাকবে এবং বিএনপি সেটি নিশ্চিত করতে চায়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এই রাষ্ট্রই হিন্দুদের পাশে দাঁড়াবে। পাঁচ তারিখের পরে বিএনপির নেতৃত্বে এখানকার হিন্দুধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পেরেছে। তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু হিসেবে নয়, পরীক্ষায় যারা ভালো করবে তারাই চাকরি পাবে।

তিনি আরও বলেন, পত্রিকার খবরে এসেছে- বিগত সময়ে হিন্দুদের যে জমি-জায়গা দখল হয়েছে তার ৮০ শতাংশই আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করেছে। তারেক রহমান চান- এই দেশে কোনো সংখ্যালঘু থাকবে না, হিন্দু, মুসলমানসহ সব ধর্মের মানুষের অধিকার সমান হবে এবং রাষ্ট্র সবার পাশে থাকবে। আর এ কারণেই ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

তাহলেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে সব মানুষ সমান অধিকার ভোগ করতে পারবে, সংখ্যালঘু বলতে কিছু আর থাকবে না। এই দেশ সবার, কারণ স্বাধীনতা যুদ্ধের সময় মুসলমানদের পাশাপাশি হিন্দুরাও অংশ নিয়েছিল। তাই দেশের সকল অধিকার সবাই মিলেই ভোগ করবে- এটাই তারেক রহমানের সিদ্ধান্ত।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
না ফেরার দেশে প্রখ্যাত সংগীতশিল্পী মলয় কুমার Jan 13, 2026
img
চীনের জন্য গুপ্তচরবৃত্তি, মার্কিন নাবিককে ১৬ বছর কারাদণ্ড Jan 13, 2026
img
শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদকে বিএনপি থেকে বহিষ্কার Jan 13, 2026
img
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা Jan 13, 2026
img
ইসিতে চতুর্থ দিনের আপিলে ৫৩ জনকে বৈধ ঘোষণা Jan 13, 2026
img
‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’ Jan 13, 2026
img
ক্যান্সারকে হারিয়ে ‌ক্রিকেটে ফিরলেন নিক ম্যাডিনসন Jan 13, 2026
img
প্রাথমিকে শিক্ষক নিয়োগে জালিয়াতির দায়ে ২৬ আসামি রিমান্ডে Jan 13, 2026
img
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: নাহিদ ইসলাম Jan 13, 2026
img
আবারও নতুন সম্পর্কে মাহি! Jan 13, 2026
img
রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব Jan 13, 2026
img
গুঞ্জন উসকে দিলেন অভিনেত্রী কৃতি স্যানন Jan 13, 2026
img
বিসিবি-আইসিসি ভার্চুয়াল সভা, ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ Jan 13, 2026
img
আইসিইর অভিযান বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা Jan 13, 2026
img
পাঁচ ব্যাংকের অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
হৃতিকের জন্মদিনের পার্টিতে একসঙ্গে প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকা! Jan 13, 2026
হলফনামায় যা দেখালেন তাহেরী Jan 13, 2026
আইনজীবী ছাড়াই বিক্ষোভ কারীকে ফাঁসির আদেশ ইরানে! Jan 13, 2026
img
পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত Jan 13, 2026
img
বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি Jan 13, 2026