আমেরিকার গালে চপেটাঘাত করেছি - খোমেনি

ইরাকে অবস্থিত দুটি মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, এই হামলার মাধ্যমে আমেরিকার গালে চপেটাঘাত করেছে ইরান।

বিবিসির খবরে বলা হয়েছে, আজ বুধবার তেহরানে আয়োজিত ১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় উপস্থিত জনতা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়।

এর আগে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় বুধবার ভোরে ইরাকে দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান।

এ বিষয়ে খোমেনি বলেন, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতির দিন শেষ করে দেয়া।

এসময় তিনি হুশিয়ারী দিয়ে বলেন, কেউ যদি ইরানের ক্ষতি করতে চায় তাহলে তার জবাব দেয়ার ক্ষমতা রয়েছে আমাদের।

আরো পড়ুন-

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ সেনা নিহত

 

টাইমস/এসএন/আরএ

Share this news on: