মঞ্চ থেকে বছর খানেক আগেই ফিল্মিদুনিয়ায় পা রেখেছেন কপিল শর্মা। কৌতুকাভিনেতা বর্তমানে তাঁর নতুন সিনেমা ‘কিস কিসকো প্যায়ার করু’র সিক্যুয়েলের প্রচারে ব্যস্ত। যে ছবিতে চার-চারজন নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁকে। টিজার-ট্রেলার দেখে কপিল অনুরাগীরা আগেই প্রশ্ন ছুড়েছিলেন, ‘আপনার মনে কি স্ত্রী’র ভয় নেই?’ অভিনেতা এবার নিজেই খোলসা করলেন সেকথা।
কপিল যখন ক্যামেরার সামনে অন্য অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হন তখন নাকি স্ত্রী গিন্নি চাতার্থ সেদিকে কড়া নজর রাখেন। সম্প্রতি ভারতীয় সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে কথোপকথনের সময়ে দাম্পত্য রসায়ন নিয়ে মুখ খুলেছিলেন গিন্নি-কপিল। সেখানেই কৌতুকাভিনেতার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়, কপিল যখন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হন তখন কী মনে হয়? প্রত্যুত্তরে ঝাঁজিয়ে ওঠেন কপিলের স্ত্রী! বলেন, “একদম সহ্য হয় না। ভীষণ হিংসে হয়।” পাশে বসে থাকা কপিল তখন শুটিংয়ের এক ঘটনার কথা মনে করান।

সত্যি কি সেটে গিয়ে কপিলের উপর কড়া নজর রাখেন স্ত্রী গিন্নি চাতার্থ? এপ্রসঙ্গে কপিলের স্বীকারোক্তি, “আমি যেদিন ভোপালে হিরা ওয়ারিনার সঙ্গে একটি রোম্যান্টিক গানের শুটিং করছিলাম, সেদিন গিন্নি সেটে উপস্থিত ছিল। পরিচালক যখন আমাকে নায়িকার চোখে চোখ রাখতে বলেন আর চুলে বিলি কেটে দিতে বলেন, আমি তখন দেখছি গিন্নি পিছন থেকে দাঁড়িয়ে সবটা পরখ করছে। খুবই মুশকিল ওঁর সামনে অন্য নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া। সত্যিই ভয়ে আমার হাত কাঁপে। আর আমি যদি এই অভিযোগ নিয়ে ওঁর কাছে যাই, তাহলে গিন্নি বলে- তোমার এত চিন্তা কীসের, তুমি তো বিষয়টা উপভোগই করছ।” কপিলের এহেন রসিক মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটভুবনে হাসির রোল। সায় দিয়ে অনুরাগীদের একাংশের প্রশ্ন, ‘আপনিও স্ত্রীকে ভয় পান?’ কারও বা মন্তব্য, ‘বউকে ভয় না পেলে রক্ষে আছে বাড়িতে!’ উল্লেখ্য, কপিল শর্মার নতুন ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’ মুক্তি পাচ্ছে ১২ ডিসেম্বর।
এসএন