সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সোমবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এক্সে মোদি বলেন, বহু বছর ধরে বাংলাদেশের গণজীবনে অবদান রাখা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল।
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, যেভাবেই সম্ভব হোক, প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।
এসএন