বলিউড ডিভা কাজল আবারও নিজের জীবনদর্শন জানিয়ে দিলেন সরাসরি ভাষায় -তিনি ভাগ্যে বিশ্বাস করেন না। তাঁর মতে, জীবনে সঠিক ফল আনে কেবল কঠোর পরিশ্রম আর নিষ্ঠা।
ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে কিছুই হাতে আসে না -এই বার্তা বহু অনুরাগীর সঙ্গে মিল খেয়ে গেছে।
কাজলের ক্যারিয়ারই প্রমাণ, দীর্ঘ তিন দশকের সাফল্যের পেছনে ভাগ্যের চেয়ে অনেক বেশি ছিল একাগ্র পরিশ্রম। চরিত্র বাছাই থেকে নিজের প্রস্তুতি -সবকিছুতেই তিনি সচেতন। তাই তাঁর এই বক্তব্য যেন আজকের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
শিল্পী জীবনে ওঠানামা থাকলেও কাজল বরাবর বিশ্বাস করেন, শর্টকাট নয় -কঠোর পরিশ্রমই সফলতার একমাত্র পথ। তাঁর স্পষ্ট বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
পিএ/টিএ