টলিউডের জনপ্রিয় জুটির এক অনাবিল আন্তরিক মুহূর্ত আবারও আলোচনার কেন্দ্রে। অভিনেতা দেব সাম্প্রতিক এক কথোপকথনে জানালেন এমন এক অনুভূতি, যা শুধু প্রেম নয়-দু’জন মানুষের আলাদা পথচলার সাহস, সমর্থন আর গভীর বিশ্বাসের কথাই বলে।
দেব স্পষ্ট করে বললেন, তিনি চান রুক্মিণী তাঁর হাত নয়, সাফল্যের হাত ধরুক। সম্পর্কের ওপর নির্ভরশীল না হয়ে, দু’জনেরই লক্ষ্য এখন একটাই-নিজ নিজ জীবনে আরও এগিয়ে যাওয়া, নিজেকে আরও প্রতিষ্ঠিত করা। দেবের কথায়, জীবনের বাকি সময় পড়ে আছে, যা হওয়ার তা ঠিকই হবে; কিন্তু আজকের দিনে সাফল্যের দিকে এগিয়ে চলাই সবচেয়ে জরুরি।
টলিউডের ব্যস্ত সময়সারণি আর ব্যক্তিগত জীবনের চাপের মধ্যেও দু’জনের এই পারস্পরিক সম্মান ও বোঝাপড়া বহু অনুরাগীর মন ছুঁয়ে যাচ্ছে। সম্পর্কের জায়গায় ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়ার এই বার্তা সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা কুড়োচ্ছে।
দেব-রুক্মিণীর দীর্ঘদিনের সম্পর্ক বরাবরই আলোচনায় থেকেছে, তবে অভিনেতার সাম্প্রতিক মন্তব্য যেন আরও একবার মনে করিয়ে দিল-সত্যিকারের সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয়, বরং একে অপরকে নিজের স্বপ্নে উড়তে দেওয়া।
পিএ/টিএ