ভারতীয় চলচ্চিত্রে সাফল্য, খ্যাতি আর প্রভাব সবই রয়েছে অনুষ্কা শর্মার জীবনে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেখেছেন আলো ঝলমলে জীবনের দ্যুতি, আবার সামলেছেন ব্যক্তিগত লড়াই ও নীরবতার সময়ও। সেই অভিজ্ঞতার জায়গা থেকেই এবার তিনি বললেন এক গভীর কথা-জীবন খ্যাতি বা টাকায় মাপা যায় না। দুই দিকই তিনি দেখেছেন, আর সেখান থেকেই উপলব্ধি করেছেন, সত্যিকারের জীবন আসলে ভেতরের শান্তিতেই।
অনুষ্কার কথায় যেন এক ধরনের স্থিতি ও পরিপক্বতা ফুটে উঠল। অভিনয়জগতে প্রবল প্রতিযোগিতা, জনপ্রিয়তার চাপ, ব্যক্তিগত জীবন নিয়ে উৎকণ্ঠা-সবকিছুর মাঝে তিনি বারবার চেষ্টা করেছেন নিজের ভেতরের মানুষটাকে স্থির রাখতে। তার এই মন্তব্যই মনে করিয়ে দেয়, আলোচিত জীবনের বাইরেও একজন শিল্পীর থাকে নিজের মতো করে শান্তি খোঁজার পথ।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্কার এই ভাবনা ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের একাংশ বলেছেন, তার এই উপলব্ধি বর্তমান প্রজন্মের জন্য বড় শিক্ষা-সাফল্য যতই হোক, শেষ পর্যন্ত জীবনের মান নির্ভর করে অন্তরের প্রশান্তিতে।
পিএ/টিএ