পোপ হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন চতুর্দশ লিও। প্রথম গন্তব্য তুরস্ক ছেড়ে গত রবিবার লেবাননে পৌঁছান পোপ। পোপ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে চলমান সংঘাত ‘দুই রাষ্ট্র সমাধান’ ছাড়া নিরসনের সম্ভাবনা তেমন নেই। সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইস্তাম্বুল থেকে বৈরুত অভিমুখে যাত্রাকালে পূর্বসূরিদের দেখিয়ে যাওয়া প্রথা অনুযায়ী উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পোপ।
তিনি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘ভ্যাটিকান দীর্ঘদিন ধরেই দুই রাষ্ট্র সমাধানের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়ে এসেছে। আমরা সবাই জানি, ইসরায়েল এখনো এই সমাধান গ্রহণ করেনি। তবে চলমান সংঘাত নিরসনের ক্ষেত্রে এটাকেই আমরা একমাত্র গ্রহণ অযোগ্য সমাধান হিসেবে বিবেচনা করি।
পোপ জানান, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গেও এ বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি এবং আঙ্কারা ‘এই প্রস্তাবে শতভাগ সমর্থন জুগিয়েছে।’
পোপ লিও বলেন, ‘এই উদ্যোগে তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’ ২০১৫ সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয় ভ্যাটিকান।
এবি/টিকে