ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতিসহ তিন মামলার বিচার থেকে অব্যাহতি চেয়ে রোববার (৩০ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন। প্রধানমন্ত্রীর এমন অপ্রত্যাশিত ক্ষমা চাওয়ার পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুল'চেরা বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে নীরবতা ভেঙে মিডিয়ার সামনে মুখ খুলেছেন হারজগ। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
এক বিবৃতিতে ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, তার সিদ্ধান্তে শুধুমাত্র দেশের স্বার্থই প্রাধান্য পাবে। অনেকে তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলেও দেশের জন্য যা ভালো তাই বিবেচনা করবেন তিনি।
ভিডিওবার্তায় হারজগ জানান, প্রধানমন্ত্রীর চলমান দুর্নীতি মামলার অভিযোগ থেকে ক্ষমা প্রার্থনা 'সর্বোচ্চ ও সঠিকভাবে বিবেচনা করা হবে'।
তিনি স্বীকার করেন যে নেতানিয়াহুর আবেদন 'দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং বিতর্ক উসকে দিয়েছে।'
তবে প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, সহিংস বিতর্ক আমাকে প্রভাবিত করতে পারবে না। বরং, দেশের মানুষের জন্য যে সিদ্ধান্ত ভালো হবে, সেটিই নেবেন তিনি।
চলমান দুর্নীতির মামলাগুলো থেকে অব্যাহতি পেতে রোববার (৩০ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমাপ্রার্থনা করে চিঠি পাঠান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ভিডিওবার্তায় বলেন, মামলা মোকাবেলায় প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থে বদল করেছেন সিদ্ধান্ত। পাঁচ বছর ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় বিচার চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।
ইএ/টিকে