ভোলায় দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

ভোলার মেঘনার বঙ্গেরচর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যুকে আটক করা হয়েছে।

শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহাদুর (৩৮) ও একই এলাকার আব্দুল কাদের এর ছেলে কামাল হোসেন (৩২)।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফট্যানেন্ট ওয়াসিম আকিল জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বঙ্গের চর এলাকায় দুটি জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জলদস্যু বাহিনী কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানো শুরু করে। এ সময় দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করে কোস্টগার্ড। তাদের কাছ থেকে নয়টি রামদা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করে ভোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ