দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও সেনাবাহিনী উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২রা ডিসেম্বর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এর আগে তিনি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। এই কোর্সের ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন, যার মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছেন। পরে, তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ইএ/টিকে